Header Border

ঢাকা, শনিবার, ২৫শে নভেম্বর, ২০২৩ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৬.৯৬°সে

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। তারা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণ বয়ড়া গ্রামের ইসমাইল হোসেন (৩৫), চন্দ্রকোনা ফকিরতলা পাড়া গ্রামের কাউছার হামিদ সোহেল (২৭) ও সলংগা থানার কিসমত সলংগা গ্রামের কাদের সরকার (২৭)। র‌্যাব-১২ এর কোম্পানি এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল হোসেন ও কাউছার হামিদকে ১৪৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২ টি মোবাইলসেট ও ১টি সিমকার্ড জব্দ করা হয়। এদিকে ওইদিন রাতে সিরাজগঞ্জের সলংগা থানার উত্তর পাড়াস্থ শ্রী শ্রী জগনাথ মন্দিরের সামনে অভিযান চালিয়ে কাদের সরকারকে ৫৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল সেট, ১টি সিমকার্ড ও ১২ হাজার টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

SHARE

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আপত্তিকর অবস্থায় উল্লাপাড়ার কাউন্সিলর আজাদ আটক, গণপিটুনীতে হাসপাতালে ভর্তি
সিরাজগঞ্জে ১৬ হাজার পিচ ইয়াবাসহ আটক ৪
সিরাজগঞ্জ-২ আসনে আ’লীগের মনোনয়ন উত্তোলন করলেন আল মাহমুদ সরকার তারেক
সিরাজগঞ্জে কলেজ অধ্যক্ষকে অপহরণের অভিযোগ
তাড়াশে শিক্ষার্থীদের জুতা দিয়ে পেটানোর অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে
সিরাজগঞ্জে ৪ হাজার পিচ ইয়াবাসহ আটক ২

আরও খবর

Android App