নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের তাড়াশে শ্রী-শ্রী রাধাগোবিন্দ নাট মন্দিরে ৩ দিনব্যাপী ঝুলন উৎসব উদ্যাপিত হচ্ছে। শুক্রবার থেকে রবিবার বিকেল পর্যন্ত চলছে এ ঝুলন উৎসব।
তাড়াশ উপজেলা সনাতন সংস্থার সাধারণ সম্পাদক সনাতন দাস জানান, মন্দিরটি প্রতিষ্ঠা করেন তাড়াশের চৌধুরাই তাড়াশ জমিদারির প্রতিষ্ঠাতা জমিদারগণ। সময়টা নবাবি আমল। পরবর্তীতে ইংরেজরা রাষ্ট্রক্ষমতা দখল করলে তাড়াশ জমিদারির আরো শ্রী বৃদ্ধি ঘটে। ইংরেজরা খুশি হয়ে জমিদার বনওয়ারি লালকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন।
জানা যায়, জমিদার বংশের অনন্য কীর্তি ১৯০৬ সালে তাড়াশে স্কুল প্রতিষ্ঠা, পাবনায় বনমালী ইনিস্টিউট ও তাড়াশ ভবন নির্মাণ, পাবনা এডওয়ার্ড কলেজ নির্মাণের জন্য এককালীন ১ লাখ টাকা প্রদান, সিরাজগঞ্জ সরকারি বিএল স্কুল নির্মাণ, সরকারি সালেহা ইসহাক গার্লস স্কুলের ১টি ভবন নির্মাণ, পাবনার বনয়ারী নগর ফরিদপুর পত্তন ও বৃন্দাবনে তীর্থযাত্রীদের জন্য তাড়াশ সত্র নির্মাণ উল্লেখযোগ্য।
তিনি আরো বলেন, পরবর্তীতে এ জমিদারি তিন তরফে ভাগ হয়ে যায়। জমিদারি প্রথা বিলুপ্ত হলে এরা ভারতে পাড়ি জমান। তাদের প্রবর্তিত ঝুলন উৎসব এতটাই জাঁকজমকপূর্ণ ছিল যে, তা মাসব্যাপী হতো। অনুষ্ঠানটি পরিচালনা করছেন তাড়াশ উপজেলা সনাতন সংস্থার সভাপতি সণজিত কর্মকার।