কামারখন্দ প্রতিনিধি :
সিরাজগঞ্জের কামারখন্দে প্রাণ ফিরে পেল ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাঁতী মজা পুকুর। প্রায় ৩.২২ একর আয়তনের সরকারি খাস খতিয়ানভুক্ত পুকুরটি দীর্ঘদিন যাবত কচুরিপানার ভাগার ছিল। কেউ কোন কাজ করতে পারত না এই পুকুরে।
পুকুরটি সংস্কারে উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। কচুরিপানা পরিস্কারের জন্য প্রথমে ২০ হাজার টাকার একটি প্রকল্প দেয়া হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় ওই গ্রামের বাসিন্দা ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ও গ্রামের কয়েকজন ব্যক্তিকে পুকুরটি ১ লক্ষ ৫২ হাজার টাকায় লিজ দেয়া হয়। উপজেলা প্রশাসন ও লিজধারীদের ঐকান্তিক প্রচেষ্টায় পুকুরটি এখন চাষের উপযোগী।
পুকুরটিকে মাছ চাষের পাশাপাশি সরকার পাচ্ছে রাজস্ব। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পুকুরটি চাষ যোগ্য হওয়ায় একদিকে যেমন মাছের চাহিদা পূরণ হবে অপরদিকে সরকারের রাজস্ব আদায়ের পাশাপাশি বেকার সমস্যা নিরসন হবে।