Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ ইং | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৭.৯৬°সে

বাবার মুজিব কোর্ট পরে এলেন নাসিমপূত্র জয়

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নেতা, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর ৪৪ দিন পর সিরাজগঞ্জে আসলেন তার পূত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়। সিরাজগঞ্জ-১ আসনের সাবেক এই সংসদ সদস্য বাবা মোহাম্মদ নাসিমের মুজিব কোর্ট পড়েই নির্বাচনী এলাকায় এলেন তিনি।
গতকাল রবিবার (২৬ জুলাই) দুপুরে তিনি সিরাজগঞ্জের মুলিবাড়ীতে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর নিজ বাড়ী কাজিপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় পথে পথে অপেক্ষমান হাজার হাজার নেতাকর্মীর সাথে সৌজন্য সাক্ষাত করেন তিনি।
পরে সীমান্ত বাজার এলাকায় অনুষ্ঠিত পথ সভায় নাসিমপূত্র জয় বলেন,‘ আমার মরহুম পিতার ব্যবহৃত মুজিব কোর্ট পরেই আজ আমি কাজিপুরে এলাম। মা আমাকে পরিয়ে দিয়েছে। আব্বার মৃত্যুর পর এই প্রথম আপনাদের মাঝে এসে বারবার তাঁর কথাই মনে পড়ছে। আগে ঢাকা থেকে যখন কাজিপুরের উদ্দেশ্যে রওনা দিতাম তখন বার বার ফোন করে তিনি আমার খোঁজ নিতেন। আজ কেউ আর ফোন দেয়নি।’ এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত দলীয় নেতাকর্মিদের চোখেও পানি চলে আসে।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান ও খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌরসভার মেয়র হাজী নিজাম উদ্দিন, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান বেলাল হোসেন, তালুকদার জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, যুগ্ন সম্পাদক ছাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামস এলাহী অনু, ইউপি চেয়ারম্যান টি এম আতিকুর রহমান, শাহজাহান আলী, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, সম্পাদক আবু সায়েমসহ আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর জয় উপজেলার শুভগাছা, গান্ধাইল, কাজিপুর সদর, মাইজবাড়ি ও চালিতাডাঙ্গা ইউনিয়নের দলীয় নেতাকর্মিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বিকেলে জয় সিরাজগঞ্জ সদরের পাঁচ ঠাকুরিতে যমুনা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন।

SHARE

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আপত্তিকর অবস্থায় উল্লাপাড়ার কাউন্সিলর আজাদ আটক, গণপিটুনীতে হাসপাতালে ভর্তি
সিরাজগঞ্জে ১৬ হাজার পিচ ইয়াবাসহ আটক ৪
সিরাজগঞ্জ-২ আসনে আ’লীগের মনোনয়ন উত্তোলন করলেন আল মাহমুদ সরকার তারেক
সিরাজগঞ্জে কলেজ অধ্যক্ষকে অপহরণের অভিযোগ
তাড়াশে শিক্ষার্থীদের জুতা দিয়ে পেটানোর অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে
সিরাজগঞ্জে ৪ হাজার পিচ ইয়াবাসহ আটক ২

আরও খবর

Android App