নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ সদর উপজেলার বড় সারুটিয়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবু সেখ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে ওই গ্রামের মৃত সিরাজুল হক মুন্সীর ছেলে।
ডিবি ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর দিক নির্দেশনায় এসআই পলাশ চন্দ্র চৌধুরী ও এসআই মোঃ আরিফুল ইসলামসহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।