Header Border

ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৪.৯৬°সে

এনায়েতপুরের বেতিল স্পার বাঁধ আবারও ৮০ মিটার বিলীন

চৌহালী প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাঁত শিল্পসমৃদ্ধ এনায়েতপুরের বেতিল স্পার বাঁধে আবারও ৮০ মিটার এলাকা বিলীন হয়েছে।
যমুনা নদীতে প্রচন্ড ¯্রােতে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এঘটনা ঘটে। এ নিয়ে গত তিন দিনে স্পারের মাটির স্যাংঙ্কে প্রায় ১৫০ মিটার এলাকা নদী গর্ভে চলে গেল। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাউবো ও স্থানীয় সুত্রে জানা যায়, এনায়েতপুর থানার উত্তরাঞ্চল যমুনার ভাঙন থেকে রক্ষায় ১৯৯৯-২০০০ ইং অর্থ বছরে প্রায় ২১ কোটি টাকা ব্যায়ে পাউবোর তত্বাবধানে বেতিল স্পার-১ নির্মাণ করা হয়। প্রতি বছরই যমুনায় পানি বৃদ্ধি ও কমার সময় স্পার এলাকা ঝুঁকিপূর্ন হয়ে ওঠে। বিশেষ করে গত প্রায় ১ সপ্তাহ ধরে যমুনার পানি কিছু কমতে থাকায় নদীতে প্রচন্ড স্রোতে ঘুর্ণাবর্তের সৃষ্টি হয়।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে তীব্র ¯্রােতে আকস্মিক ভাবে স্পারের স্ট্রাকচারের প্রায় ২০ মিটার পশ্চিমে মাটির স্যাংকে ভয়াবহ ভাঙনে প্রায় ৮০ মিটার বিলীন হয়ে যায়।
এছাড়া গত সোমবার সকালে একই স্থানের পশ্চিমে আর ৭০ মিটার এলাকা ধসে যায়। এ নিয়ে গত ৩ দিনের ব্যবধানে ১৫০ মিটার এলাকা নদী গর্ভে চলে গেছে। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, স্পার বাঁধের কারণে আজগড়া-বেতিল এলাকার হাজার হাজার ঘরবাড়ি ও বহু তাঁত কারখানা সহ নব প্রতিষ্ঠিত সিরাজগঞ্জ ভেটেরিনারী কলেজ ও মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউড গড়ে উঠে। তবে এছর একের পর এক স্পারে ভাঙন দেখা দেয়ায় হুমকিতে পড়ে চরম আতঙ্কে মুখে পড়েছি।
এ ব্যাপারে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাসির উদ্দিন জানান, নদীতে প্রচন্ড ¯্রােত ও স্কাউরিংয়ের ফলে মাটির স্যাংঙ্কের ৮০ মিটার এলাকায় বিলীন হয়েছে। এর আগেও ধসে যাওয়া ৭০ মিটার এলাকায় জিও ব্যাগ ডাম্পিং চলমান রয়েছে। আশা করছি দ্রুতই ভাঙন মুক্ত করা হবে।

SHARE

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আপত্তিকর অবস্থায় উল্লাপাড়ার কাউন্সিলর আজাদ আটক, গণপিটুনীতে হাসপাতালে ভর্তি
সিরাজগঞ্জে ১৬ হাজার পিচ ইয়াবাসহ আটক ৪
সিরাজগঞ্জ-২ আসনে আ’লীগের মনোনয়ন উত্তোলন করলেন আল মাহমুদ সরকার তারেক
সিরাজগঞ্জে কলেজ অধ্যক্ষকে অপহরণের অভিযোগ
তাড়াশে শিক্ষার্থীদের জুতা দিয়ে পেটানোর অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে
সিরাজগঞ্জে ৪ হাজার পিচ ইয়াবাসহ আটক ২

আরও খবর

Android App