নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কানগাঁতী গ্রামের গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
গতকাল শনিবার সকালে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে সংবাদ পেয়ে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, বাগবাটি ও পৌর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং আনসার বাহিনীর সদস্যগণ।
এসময় মোবাইল কোর্ট পরচালনা করে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোয়াজ্জেম হোসেন নামক জনৈক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ জানান, অবৈধভাবে মাটি কাটা কিংবা বালু উত্তোলনের ব্যাপারে কোনো প্রকার ছাড় দেয়ার সুযোগ নেই। ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি বলেন।