নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে সদর উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে সয়দাবাদে ইউনিয়নের মুলিবাড়ী মেরিন একাডেমীর সামনে বন্যার্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা ভুমি কর্মকর্তা মোঃ রহমতুল্লাহ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দিপু, ১০ নং সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নবীদুল ইসলাম, সভাপতি আজিজ মন্ডল, ইউপি সদস্য আব্দুল মান্নান, সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক শামসুল আলম পথিকসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় ৫শ বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
অপরদিকে বেলা ১১টার সময় ৯নং কালিয়া হরিপুর ও কাওয়াকোলা ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।