নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে করোনা সন্দেহে বৃদ্ধ বাবাকে উল্লাপাড়া শ্যামলী বাস টার্মিনালে ফেলে রেখে যাওয়ার ঘটনায় সেই নিষ্ঠুর ছেলে নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ব্যাপক পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে করোনা সন্দেহে ওই বৃদ্ধের ছেলে নজরুল ইসলাম তাকে উল্লাপাড়া শ্যামলীপাড়া বাস টার্মিনালের যাত্রী ছাউনির পিছনে ফেলে রেখে যায়। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএমর নির্দেশনায় ওইদিন রাত সাড়ে ১২টার দিকে উল্লেখিত স্থান থেকে উদ্ধার করে স্থানীয় পূর্ণিমাগাঁতী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।
এদিকে পুলিশ ওই নিষ্ঠুর ছেলেকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে। বৃহস্পতিবার দুপুরের দিকে নাটোরের সিংড়া উপজেলার তেমক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।