নিজস্ব প্রতিবেদক :
প্রশাসনিক কারণ দেখিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানকে তাৎক্ষনিক অন্যত্র বদলী করা হয়েছে। ২০১৮ সালের ৮ নভেম্বর তিনি তাড়াশে যোগদান করেছিলেন।
এ বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন করিব খান বুধবার দুপুরে মোবাইলে বলেন, প্রশাসনিক কারনে মঙ্গলবার বিকেলে তাড়াশের ইউএনওকে রাজশাহীর ভোলাহাট উপজেলায় তাৎক্ষনিক বদলী করা হয়েছে।
জেলা প্রশাসক ডা. ফারুক আহাম্মাদ বলেন, তাৎক্ষনিক বদলী, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।
এদিকে, বুধবার অফিস না করলেও তাড়াশেই অবস্থান করছেন ইউএনও ইফফাত জাহান। ব্যবহার করছেন সরকারী মোবাইলও।যোগাযোগ করা হলে তিনি বলেন, কেন আমাকে বদলী করা হয়েছে, বুঝতে পারছি না। বিষয়টি দেখছি। বর্তমানে আমি ছুটিতে রয়েছি।