তাড়াশে ট্রাকের ধাক্কায় তিন জনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মান্নান নগর পেট্রোল পাম্পের সংলগ্ন একটি বিকল হয়ে পড়া নসিমন গাড়ি মেরামত করার সময় ট্রাকের ধাক্কায় নসিমনচালকসহ অজ্ঞাত তিন জন নিহত হয়েছেন।
গতকাল বৃহৃস্পতিবার সন্ধ্যা ৭টার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি দ্রুত বেগে ধাক্কা দিয়ে চলে গেলে স্থানীয়রা ছিন্নভিন্ন তিনটি লাশ উদ্ধার করে। এ সংবাদ লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবী প্রধান বলেন, হাইওয়ে থানার পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছিয়েছে। নিহতদের নাম পরিচয় পাওয়া গেলে জানানো হবে।