নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে এই প্রথম করোনায় আক্রান্ত হলেন সাংবাদিক আশরাফুল ইসলাম রনি। বুধবার দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামাল মিয়া শোভন। করোনায় আক্রান্ত সাংবাদিক রনি দৈনিক খোলা কাগজ ও পরিবর্তন ডট কমের তাড়াশ উপজেলা প্রতিনিধি।
সাংবাদিক আশরাফুল ইসলাম রনি জানান, আমার কোন উপসর্গ ছিল না। তবুও আমি গত বৃহস্পতিবার নমুনা দিয়েছি। আজ বুধবার আমার পজিটিভ আসে। তিনি আরও বলেন, আমি এখনো সুস্থ আছি, শারীরিক কোন সমস্যা নেই। আমার জন্য সবাই দোয়া করবেন।
স্বাস্থ্য কর্মকর্তা জামাল মিয়া শোভন জানান, গত ২৫ জুন ১২ জনের নমুনা সংগ্রহ করে শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে তিন জনের রেজাল্ট পজিটিভ আসে। বাকী নয় জনের রেজাল্ট নেগেটিভ।
তিনি আরও বলেন, আক্রান্ত রোগীদের হোম কোয়ারান্টাইেেন রাখা হয়েছে। এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে বলা হয়েছে।