Header Border

ঢাকা, সোমবার, ২৭শে নভেম্বর, ২০২৩ ইং | ১২ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৭.৯৬°সে

হান্নান খানের উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও আসামীদের গ্রেফতারের দাবী জেলা আ.লীগের

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান খানের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। একই সঙ্গে হামলায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়েছে।
রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
আব্দুল হান্নান খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দ্রুত সুস্থতা কামনায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১ জুলাই বুধবার বিকেল সাড়ে ৫ টায় সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সভায় অংশগ্রহণের জন্য আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণকে অনুরোধ জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মো. হাবিবে মিল্লাত মুন্না।
এর আগে রোববার (২৮ জুন) ভোরে চান্দাইকোনার নিজ গৃহে প্রবেশ করে দুর্বৃত্ত সন্ত্রাসীরা চেয়ারম্যান আব্দুল হান্নান খানের উপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। মুমূর্ষু অবস্থায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখনো শঙ্কামুক্ত নন।

SHARE

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সিরাজগঞ্জে ১৬ হাজার পিচ ইয়াবাসহ আটক ৪
সিরাজগঞ্জ-২ আসনে আ’লীগের মনোনয়ন উত্তোলন করলেন আল মাহমুদ সরকার তারেক
সিরাজগঞ্জে কলেজ অধ্যক্ষকে অপহরণের অভিযোগ
তাড়াশে শিক্ষার্থীদের জুতা দিয়ে পেটানোর অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে
সিরাজগঞ্জে ৪ হাজার পিচ ইয়াবাসহ আটক ২
সিরাজগঞ্জের মহাসড়কে ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

আরও খবর

Android App