Header Border

ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৮.৯৬°সে

ঢাকার সাংস্কৃতিকর্মী তাপসের সিরাজগঞ্জে রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ জেলা শহরের মিলনমোড়ে সৈয়দ গালিব হোসেন ওরফে তাপস (৫২) নামে ঢাকার এক সাংস্কৃতি কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তারমৃত্যুর পর পুলিশে খবর না দিয়েই লাশটি তড়িঘড়ি দাফনের প্রক্রিয়া চলছিল।
খবর পেয়ে পুলিশ বুধবার সন্ধ্যায় জেলা সদরের মিলনমোড়ের তারেক হোসেনের বাসা থেকে লাশটি উদ্ধার করেন। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মামুন ও ইব্রাহীম নামে দু’জনকে জিজ্ঞাসাবাদে জন্য থানায় আনা হলেও পরে মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের ময়না তদন্ত শেষে লাশটি বৃহস্পতিবার বিকেলে স্বজনদের নিকট হস্তান্তরে করে পুলিশ। নিহত ঢাকার বসুন্ধরা মহল্লার বাসিন্দা। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী গ্রামে। তারেক হোসেন নিহতের চাচাতো ভাই।
সাংবাদিকদের নিকট নিহতের মেয়ে সৈয়দা মাহাজুবা হোসেন টুপুরের অভিযোগ, আমার দাদা আওরাঙ্গজেব হোসেন ফারুক একজন জমিদার ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলা সদরের বহুলী ইউনিয়নের ছাব্বিশা গ্রামে। ঢাকা এবং সিরাজগঞ্জে তার অনেক সম্পত্তি রয়েছে। দাদার মৃত্যুর পর আমার দাদি ডলি খাতুন ও তার বোন শেলী খাতুন মিলে অধিকাংশ সম্পত্তি বেহাত করেছেন। সিরাজগঞ্জ সার্কিট হাউসের আশেপাশে দাদি ও তার বোন অন্যান্য আত্বীয়স্বজনের মিলে গত কয়েকদিন আগে ৮০ লাখ টাকা মুল্যে দাদার জমি বিক্রি করেন। সেই জমির পাওনা ১৪ লাখ টাকা নিতে গত ৪দিন আগে বাবা সিরাজগঞ্জ আসেন। সিরাজগঞ্জ এসেই বাবার রহস্যজনক মৃত্যু ঘটে। আমার মা নেই। আমাকে ও আমার ছোট ভাইকে না জানিয়েই বাবার লাশ তড়িঘড়ি ও রহস্যজনক দাফনের চেষ্টা করার প্রক্রিয়া করা হলে আমি বাধ্য হয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী ও পুলিশকে জানাই। আমার ধারনা সম্পত্তির লোভে দাদি ও তার বোন এবং অন্যান্য আত্বীয়স্বজন মিলে বাবাকে খুন করেছেন।
সদর থানার ওসি হাফিজুল ইসলাম জানান, ভিকটিমের মেয়ে টুপুর গালিবের অভিযোগের ভিত্তিতে নয়নমোড়ের তারেক হোসেনের বাসা থেকে তাপসের লাশটি উদ্ধার করা হয়। তারেক হোসেন নিহতের চাচাতো ভাই বলে জানা গেছে। অপমৃত্যুর মামলা দায়েরের পর লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। দাদার জমাজমির ভাগবাটোয়ারা নিয়ে ভিকটিম তাপস ও তার শরিকদের মধ্যে পূর্ব ঝামেলা রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। নিহত তাপস এক সাংস্কৃতিক ও নাট্যকর্মী বলে তার মেয়ে জানিয়েছেন।

SHARE

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আপত্তিকর অবস্থায় উল্লাপাড়ার কাউন্সিলর আজাদ আটক, গণপিটুনীতে হাসপাতালে ভর্তি
সিরাজগঞ্জে ১৬ হাজার পিচ ইয়াবাসহ আটক ৪
সিরাজগঞ্জ-২ আসনে আ’লীগের মনোনয়ন উত্তোলন করলেন আল মাহমুদ সরকার তারেক
সিরাজগঞ্জে কলেজ অধ্যক্ষকে অপহরণের অভিযোগ
তাড়াশে শিক্ষার্থীদের জুতা দিয়ে পেটানোর অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে
সিরাজগঞ্জে ৪ হাজার পিচ ইয়াবাসহ আটক ২

আরও খবর

Android App