উল্লাপাড়া সংবাদদাতা :
উল্লাপাড়ার বড়হর ইউনিয়নের সড়াতৈল গ্রামের পাশে ফুলজোড় শাখা নদীতে প্রবাহমান পানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুই সপ্তাহ ধরে মাছ ধরছে ¯’ানীয় সোনামিয়া, সাইফুল ইসলামসহ কতিপয় ব্যক্তি। মৎস্য সংরক্ষণ আইনে প্রবাহমান পানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ ধরা নিষিদ্ধ হলেও ¯’ানীয় প্রভাবশালীরা সে আইন মানছেন না। এ নিয়ে ¯’ানীয় লোকজন উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানালে বুধবার উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান সরেজমিনে ঘটনা¯’ল পরিদর্শনে যান। এসময় আমডাঙ্গা গ্রামের সাইফুল ইসলামকে হাতেনাতে আটক করেন। বাকিরা পালিয়ে যায়। পরে প্রশাসনের নির্দেশনায় খাল থেকে প্রতিবন্ধক বাঁশের বানা (খাঁচা) মাছ ধরার কাজে ব্যবহৃত অপর সামগ্রী অপসারন করা হয়।
উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, আটক সাইফুল ইসলামকে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে আর কখনও তিনি এই অবৈধ কাজ করবেন বলে মুছলিকা নেওয়া হয়েছে।
¯’ানীয় লোকজনের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে ফুলজোড় শাখা নদীতে পানি বৃদ্ধি শুরু হলেই ¯’ানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি খালে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধভাবে মাছ ধরে আসছেন।