নিজস্ব প্রতিবেদক:
সংক্রমণ রোধ আইনের সংশ্লিষ্ট ধারার ক্ষমতা অনুসারে কোভিড- ১৯ জনিত করোনাভাইরাস রোগের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দেশের রেড জোন ঘোষিত ১০ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ রোগের ঝুঁকি বিবেচনায় জনসাধারণের চলাচল ও জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে কিছু শর্তসাপেক্ষে এ ছুটি ঘোষণা করা হয়।
রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৭ জুন থেকে পরবর্তী ২১ দিন পর্যন্ত চট্টগ্রাম, চুয়াডাঙ্গা ও মুন্সিগঞ্জ জেলায় এবং একই তারিখ থেকে পরবর্তী ২১ দিন যশোর জেলার কিছু থানায় সাধারণ ছুটি বলবৎ থাকবে।
আগামী ১৪ জুন থেকে পরবর্তী ২১ দিন বগুড়া ও মৌলভীবাজার জেলায় সাধারণ ছুটি কার্যকর থাকবে। এছাড়াও ১১ জুন থেকে নারায়ণগঞ্জ, ১৮ জুন থেকে হবিগঞ্জ, ১৬ জুন থেকে কুমিল্লা ও ১৫ জুন থেকে যশোর জেলার কিছু উপজেলায় পরবর্তী ২১ দিন পর্যন্ত সাধারণ ছুটি কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে কিছু শর্ত উল্লেখ করা হয়। এর মধ্যে, শুধুমাত্র লাল অঞ্চল ঘোষিত এলাকায় বর্ণিত সময়ের জন্য ছুটি কার্যকর থাকবে। লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।