চৌহালী সংবাদদাতা :
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার দক্ষিণাঞ্চলের প্রায় সাড়ে ৬ কিলোমিটার এলাকা জুড়ে যমুনা নদীর ভাঙন চলছে।
রোববার দুপুরে ঘাটাবাড়ি এলাকায় ভাঙন ঠেকাতে স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মানের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসির উদ্যোগে যমুনা নদীর পাড়ে মানবন্ধনে সিরাজগঞ্জ চেম্বার এন্ড কমার্স ইন্ড্রাষ্ট্রির সদস্য কামরুজ্জামান কামরুল, বিশিষ্ট ব্যবসয়ী আনোয়ার হোসেন, সমাজ সেবক আমজাদ হোসেন, বাবলু হোসেন, নুর আমিন, জয়নাল বেপারী ও আবু সাঈদ হোসেন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, যমুনা নদীর পশ্চিম তীরের ঘাটাবাড়ি ও পাকুরতলা এলাকায় ভয়াভহ নদী ভাঙন চলছে। বিশেষ করে নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙনের তান্ডবে প্রতিদিন বহু ঘরবাড়ি বিলীন হচ্ছে। এখনই জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক জিও ব্যাগ ডাম্পিং করার দাবি জানাই। উল্লেখ্য- এনায়েতপুর থেকে পাচিল পর্যন্ত গুরুত্বপূর্ন স্থানে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই কম। দ্রুত বরাদ্দ বৃদ্ধির করে এলাকায় রক্ষায় জিও ব্যাগ ডাম্পিংয়ের দাবি জানানো হয়।