নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন মন্ডলসহ ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা দয়ের করা হয়েছে। যাহারমামলা নং-৪১, ১০ নং সয়দাবাদ ইউনিয়নে মুলিবাড়ী গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. স্বাধীন হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে এই মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ জুন বেলা ১২টায় সয়দাবাদ ইউনিয়নে মুলিবাড়ী গ্রামের স্বাধীন হোসেন তার নিজ বাড়িতে বাউন্ডারী ওয়াল নির্মাণ করার সময় আসামী মৃত ছাত্তার মন্ডলের ছেলে মোয়াজ্জেম হোসেন মন্ডল (৪০), মোয়াজ্জেম হোসেন মন্ডলের ছেলে আপন (২৩), খোদাবক্স এর ছেলে মো: আমির (৩২), মৃত মোফাজ্জল হোসেন ছেলে মজনু সেখ (৪৫), মো: মজনু ছেলে মো: ফরহাদ (২২), মৃত আজিমের ছেলে মো: খোকন (৩০), মো: মকবুলের ছেলে মো: সুজন (৩৫), মোনা জোয়দার ছেলে হাশেম (২৭), মৃত মায়াজ উদ্দিনের ছেলে মোয়াজ্জেম (৩২), মো: হাশেমের ছেলে মো: সুমন (২৫)সহ ৪/৫ জন ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করায় আসামীগণ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মারপিট করে। গুরুতর অবস্থায় স্বাধীনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
মামলার বাদী মো. স্বাধীন হোসেন জানান, আমি আমার বাড়ীর বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ করার সময় আসামীগণ আমার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে মারপিট করেন। স্বাধীন হোসেন আরো বলেন, মোয়াজ্জেম হোসেন মন্ডল গংদের বিরুদ্ধে এর আগে সিরাজগঞ্জ সদর থানায় তিনটি চাঁদাবাজী মামলা হয়েছে। সয়দাবাদ ইউনিয়নের মানুষ মোয়াজ্জেম হোসেন মন্ডল গংদের চাঁদাবাজীর কারণে অতিষ্ট হয়ে পরেছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো: হাফিজুর রহমান বলেন, শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় মোয়াজ্জেম হোসেন মন্ডল সহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।