নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের কাজীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বন্ধু মিলে রাত ভর বাসের মধ্যে ছাত্রী (১৬) কে ধর্ষণের পর ফেলে গেলেন ভন্ড প্রেমিক। মেয়েটি এবার এসএসসি পরীক্ষা দিয়ে ছিলেন। এঘটনায় মেয়েটি বাদি হয়ে কাজীপুর থানায় মামলা দায়ের করেছেন।
শনিবার (২০ জুন) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চানন্দ দাস।
আসামীরা হলেন, কাজীপুর সদর ইউনিয়নের পাইকরতলী গ্রামের নাইটগার্ড ফরিদের পুত্র আরিফ (২২) ও একই ইউনিয়নের মসলিম পাড়া গ্রামের বুদ্ধের পুত্র ড্রাইভার মারুফ (২৬)।
অভিযোগ সুত্রে জানা যায়, কাজীপুরের মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া গ্রামের তৈয়ব আলীর মেয়ের সাথে একই উপজেলার পাইকরতলী গ্রামের আরিফের ফেসবুকে পরিচয় হয়। সেই সূত্র ধরে গত (১৩ জুন) দিবাগত রাত ১২ টায় বিয়ের প্রলোভনে আরিফ ও তার সহযোগী ড্রাইভার মারুফ মিলে ওই ছাত্রীকে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে রাতভর বাসের মধ্যে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। ভোররাতে মেঘাই বাজারের নিকট বাস থেকে নামিয়ে দিয়ে দুই বন্ধু পালিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক পান্থ জানান, মেয়েটি নিজেই বাদি হয়ে ২জনকে অভিযুক্ত করে গত ১৮ জুন থানায় মামলা দায়ের করেছে। এঘটনার তদন্ত চলছে এবং আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।