উল্লাপাড়া সংবাদদাতা
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপে ঘোল ও ঘি কারখানায় চাঁদা দাবির অভিযোগে আবুল কালাম আজাদ (৪৫)নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সলপ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আজাদ উপজেলার বেতকান্দী গ্রামের ছুরত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজাদ দীর্ঘদিন ধরে ঘোল খেয়ে এবং হাজার হাজার টাকার ঘি নিয়ে তার কোন দাম পরিশোধ করেন না। ঘোল ঘি’র দাম চাইতে গেলে উৎপাদক ও ব্যবসায়ীদের নিকট থেকে আরো চাঁদা দাবী করেন। কখনো কখনো ঘোল ও ঘি’র দাম চাওয়ায় আজাদ তাদের কারখানা ও দোকানের কর্মচারীদের মারপিট করেন। এ অবস্থায় ব্যবসায়ীরা ঐক্যবন্ধ হয়ে ঘোল ও ঘি’র কারখানা ও দোকান বন্ধ করে দেন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ব্যবসায়ীরা আবুল কালাম আজাদকে গ্রেফতার না করলে তারা তাদের কারখানা দোকান বন্ধ করে দিবেন মর্মে আল্টিমেটাম ঘোষনা করেন। ঘোল ব্যবসায়ী আব্দুল মালেক বাদি হয়ে থানায় আজাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করেন।
উলাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ এসব তথ্য নিশ্চিত করে জানান, ঘোল- ঘি ব্যবসায়ীদের অভিযোগের আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে আজাদকে কারাগারে পাঠানো হবে।