নিজস্ব প্রতিবেদক :
মানব সেবা করেত গিয়ে করোনায় আক্রান্ত পুলিশদের জন্যে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য, অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্নার পক্ষ থেকে সিরাজগঞ্জ পুলিশ সুপারের নিকট হস্তান্তর করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) এর নিকট এ উপহার সামগ্রী হস্তান্তর করেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ এবং সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কার্ভাড ভ্যান মালিক গ্রুপের সভাপতি রেজভী আহমেদ। এসময় ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
করোনা আক্রান্ত পুলিশ আতংকিত না হয়ে তাদের মনোবল বৃদ্ধির লক্ষ্যেই অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপির পক্ষে এমদাদুল হক এমদাদ ও রিজভী আহমেদ এসকল উপহার সামগ্রী প্রদান করেন।