কাজিপুর সংবাদদাতা :
সিরাজগঞ্জে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোহাম্মদ নাসিম এমপির বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় মঙ্গলবার বাদ জোহর কলেজ হল রুমে কোরআনখানি ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম রাঙ্গার সভাপতিত্বে ও নেতৃত্বে এবং কলেজ জামে মসজিদের পেস ইমাম হাফেজ মাওলানা আব্দুস সবুরের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অধ্যক্ষ রেজাউল করিম উত্তরের কৃতি সন্তান বর্ষীয়ান নেতার রাজনৈতিক নানা দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আলহাজ¦ মোহাম্মদ নাসিম বাংলাদেশের একজন সফল রাজনীতিবিদ, কর্তব্যপরায়ন, সৎ, দক্ষ, নানাবিধ গুনাবলী সম্পন্ন মানুষ হিসাবে সকরের নিকট সমাদূত ছিলেন। তার মৃত্যুতে দেশ ও জাতি এক রাজনীতিবিদকে হারালো আর আমরা হারালাম আমাদের কলেজের অভিভাবককে।
তার মৃতুতে আমরা গভীর ভাবে মর্মাহত ও শোকাহত। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি এবং করুনাময়ের কাছে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি।
আত্মার মাগফেরাত কামনা করে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর সুযোগ্য সন্তান, একাধিক মন্ত্রণালয়ের সফল সাবেক মন্ত্রী জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম জান্নাতবাসী হন, মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা জানিয়ে তাঁর জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কাজিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান টি এম আতিকুর রহমান, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ইসলামের ইতিঃ সংস্কৃত বিভাগের প্রভাষক বখতিয়ার রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মুশফিকুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আল-আমিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সামছুল আলম, কাজিপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বিএনসিসি, রোভার স্কাউট, কলেজের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ।
পরে মোহাম্মদ নাসিমের বিহেদী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কলেজ জামে মসজিদের পেস ইমাম হাফেজ মাওলানা আব্দুস সবুর।