নিজস্ব প্রতিবেদক :
গত ১১ জুন ২০২০ইং তারিখে অর্থমন্ত্রী আগামী ২০২০-২০২১ অর্থ বছরের নতুন বাজেটে বিড়ির প্রতি প্যাকেটে ৪ টাকা মূল্য বৃদ্ধির কারণে মানববন্ধন করে সিরাজগঞ্জ জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতারা।
সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে সিরাজগঞ্জ জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আকবর আলি, সাংগঠনিক সম্পাদক মোঃ শুভ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ির উপর বিদ্যমান কর কমাতে হবে, বিড়ি শিল্পকে কুটির শিল্পের মর্যাদা দিতে হবে, দেশে ২০ লক্ষ বিড়ি শ্রমিকের বাসস্থানের কথা বিবেচনা করে এই শিল্পকে টিকিয়ে রাখতে হবে। বহুজাতিক তামাকজাত কোম্পানির উপর অতিরিক্ত কর ধার্য করে দেশীয় শিল্পকে টিকিয়ে রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি নজরুল ইসলাম ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।