তাড়াশ সংবাদদাতা :
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রেসক্লাব, এর ৬ সাংবাদিক গণপদত্যাগ করেছেন। (১৫জুন) সোমবার বিকাল ৪টায় ওই ৬ সাংবাদিকদের সাক্ষরিত গণপদত্যাগপত্রসূত্রে জানাগেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে উপজেলা প্রেক্লাবের সভাপতি বরাবর পতত্যাগপত্র পাঠিয়েছেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বিজনেস বাংলাদেশ এর তাড়াশ প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. সুলতান মাহমুদ, সাবেক কার্যকরী সদস্য ও দৈনিক খবরপত্রের তাড়াশ প্রতিনিধি কে এম শামীম পারভেজ, সদস্য ও দৈনিক মানবজমিনের চলনবিল প্রতিনিধি এম এ মাজিদ, সদস্য ও দৈনিক নয়াদিগন্ত এর তাড়াশ প্রতিনিধি মো. লুৎফর রহমান, সদস্য ও দৈনিক আমাদের নতুন সময়ের তাড়াশ প্রতিনিধি হাদিউল হৃদয়।
অপরদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তাড়াশ প্রেসক্লাব থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির যুগ্মসাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের তাড়াশ উপজেলা সংবাদদাতা গোলাম মোস্তফা।