নিজস্ব প্রতিবেদক:
একটু ভারী বৃষ্টির পানিতেই পানি বন্ধী হয়ে পরেন প্রায় ২শতাধিক পরিবার। মহল্লার অনেক রাস্তাঘাট পানিতে তুলিয়ে যায়। দুর্ভোগে পড়েছেন মহল্লাবাসী। রাস্তা ও ঘরের ভিতর জমে থাকে হাটু পানি। রাস্তার পাশে পানি নিস্কাশনের ড্রেন না থাকায় দুর্ভোগ পোহাতে হয় একটু বৃষ্টিতেই। সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড মিরপুর (উত্তর পাড়া) মহল্লায় সরজমিনে দেখা যায় এই চিত্র।
এলাকাবাসী মোশারফ হোসেন, সামছু কেরানী, আজাদ শেখ, আক্তার শেখ, আজম হোসেন, হিরোন, পারভীর বেগম, মুক্তা খাতুন, শাহিদা খাতুন, আসমাসহ অনেকেই অভিযোগ করে বলেন, একটু বৃষ্টিতেই আমরা জলবদ্ধতার স্বীকার হই। একাধিকবার উক্ত ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিনকে অবগত করলেও কোন কাজ হয়নি। আমরা পানিবন্ধী হয়ে থাকি, তাই পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী ও প্রিয় নেতা অধ্যপক ডা: হাবিবে মিল্লাত মুন্না এমপির সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন বলেন, ইতিমধ্যেই রাস্তার পাশে ড্রেন স্থাপন করার জন্য প্রায় ৩৫ লক্ষ টাকার ট্রেন্ডার কল করা হয়েছে। মহামারী করোনার জন্য কাজ বন্ধ আছে।