নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের তাড়াশে আমবাহী ট্রাক উল্টে চালক মো. আলাউদ্দিন (৩২) নিহত হয়েছেন। শনিবার ভোরে হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এ দুঘর্টনাটি ঘটে।
নিহত চালক টাঙ্গাইল জেলার নাগপুর উপজেলার বোগলহাট গ্রামের আবুল কাসেমের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান জানান, রাজশাহী থেকে আম বোঝাই একটি ট্রাক ব্যাপারিদের নিয়ে টাঙ্গাইলের উদ্দ্যেশে যাওয়ার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা আমের ব্যাপারীরা বের হতে পারলেও চালক মারা যান। খবর পেয়ে ভোরেই ঘটনাস্থলে গিয়ে নিহত চালকের লাশ উদ্ধার করা হয়। এছাড়া খাদে থেকে ট্রাকে থাকা আম আনলোড করে ট্রাকটি করা হয়েছে।