নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শুকুর আলী নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বজরাপুর গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
মৃত শুকুর আলী বজরাপুর গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি গাজীপুরে একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে দায়িত্বে ছিলেন। তিন দিন আগে শ্বাসকষ্ট নিয়ে গাজীপুর থেকে বাড়ি আসেন শুকুর আলী। বৃহস্পতিবার সকাল থেকেই তার শ্বাসকষ্ট বেড়ে যায়। রাতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ওই বাড়িতে স্বাস্থ্য বিভাগের লোক পাঠানো হয়েছে। তাকে দাফনের ব্যবস্থা করা হয়েছে। বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো: জাহিদুল ইসলাম জানান, শুকুর আলীর করোনার উপসর্গ ছিল, এ বিষয়টি তাদের পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগকে অবগত করা হয়নি। তার মৃত্যুর পর বিষয়টি জানা গেছে। ওই বাড়ির লোকজনের নমুনা সংগ্রহ করা হবে বলেও তিনি জানান।