উল্লাপাড়া সংবাদদাতা ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কলেজ ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি ইয়ামিন হোসেন (১৮) ও তার বাবা ইমাম হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
এসময় অপহৃত কলেজ ছাত্রী তানহা তাজনিন স্বর্ণকে উদ্ধার করা হয় । গ্রেপ্তারকৃতরা পৌরশহরের ঝিকিড়া এলাকার বাসিন্দা।
একই মহল্লার স্কুল শিক্ষক শাহাদাত হোসেনের মেয়ে। উভয় উল্লাপাড়া বিজ্ঞান কলেজে একাদশ শ্রেণিতে লেখাপড়া করে। একপর্যায়ে ইয়ামিন তানহা তাজনিন স্বর্ণকে প্রেমের প্রস্তাব দিলে তানহা রাজি না হওয়ায় গত ১৯ মে রাতে ইয়ামিন তার সহযোগীদের সাহায্যে তানহাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার বাবা।
এ ঘটনায় গত ২১ মে তানহার বাবা শাহাদাত হোসেন বাদি হয়ে উল্লাপাড়া মডেল থানায় প্রধান অভিযুক্ত ইয়ামিন ও তার ৪ সহযোগীর নামে একটি মামলা করেছেন।
সিরাজগঞ্জ উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, তানহা তাজনিন স্বর্ণকে অপহরণ করে বগুড়া শাজাহানপুর এলাকায় আত্মগোপন করে রেখেছিল ইয়ামিন । তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ বৃহস্পতিবার (১১ জুন) বগুড়া থেকে অপহৃত মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারী ইয়ামিন ও তার বাবা ইমাম হোসেনকে গ্রেফতার করে এবং অপহৃত তানহা তাজনিন স্বর্ণকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে