Header Border

ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৪.৯৬°সে

সিরাজগঞ্জে কলেজছাত্রী অপহরণের অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তার-ছাত্রী উদ্ধার

উল্লাপাড়া সংবাদদাতা ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কলেজ ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি ইয়ামিন হোসেন (১৮) ও তার বাবা ইমাম হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

এসময় অপহৃত কলেজ ছাত্রী তানহা তাজনিন স্বর্ণকে উদ্ধার করা হয় । গ্রেপ্তারকৃতরা পৌরশহরের ঝিকিড়া এলাকার বাসিন্দা।
একই মহল্লার স্কুল শিক্ষক শাহাদাত হোসেনের মেয়ে। উভয় উল্লাপাড়া বিজ্ঞান কলেজে একাদশ শ্রেণিতে লেখাপড়া করে। একপর্যায়ে ইয়ামিন তানহা তাজনিন স্বর্ণকে প্রেমের প্রস্তাব দিলে তানহা রাজি না হওয়ায় গত ১৯ মে রাতে ইয়ামিন তার সহযোগীদের সাহায্যে তানহাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার বাবা।

এ ঘটনায় গত ২১ মে তানহার বাবা শাহাদাত হোসেন বাদি হয়ে উল্লাপাড়া মডেল থানায় প্রধান অভিযুক্ত ইয়ামিন ও তার ৪ সহযোগীর নামে একটি মামলা করেছেন।

সিরাজগঞ্জ উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, তানহা তাজনিন স্বর্ণকে অপহরণ করে বগুড়া শাজাহানপুর এলাকায় আত্মগোপন করে রেখেছিল ইয়ামিন । তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ বৃহস্পতিবার (১১ জুন) বগুড়া থেকে অপহৃত মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারী ইয়ামিন ও তার বাবা ইমাম হোসেনকে গ্রেফতার করে এবং অপহৃত তানহা তাজনিন স্বর্ণকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে

SHARE

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আপত্তিকর অবস্থায় উল্লাপাড়ার কাউন্সিলর আজাদ আটক, গণপিটুনীতে হাসপাতালে ভর্তি
সিরাজগঞ্জে ১৬ হাজার পিচ ইয়াবাসহ আটক ৪
সিরাজগঞ্জ-২ আসনে আ’লীগের মনোনয়ন উত্তোলন করলেন আল মাহমুদ সরকার তারেক
সিরাজগঞ্জে কলেজ অধ্যক্ষকে অপহরণের অভিযোগ
তাড়াশে শিক্ষার্থীদের জুতা দিয়ে পেটানোর অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে
সিরাজগঞ্জে ৪ হাজার পিচ ইয়াবাসহ আটক ২

আরও খবর

Android App