নিজস্ব প্রতিবেদক:
ডিজিটাল ব্যাংকিং হ্যাকার চক্রের মুলহোতা মো. রাব্বী ইসলাম (২১) গ্রেফতার করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা। বৃহস্পতিবার বিকালে এতথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র্যাব-১২’র কোম্পানী কমান্ডার এএসপি মো. শফিকুর রহমান।
গ্রেফতারকৃত রাব্বী বসিলাম নাটোর জেলার গুরুদাসপুরের মো. আনিসুর রহমান প্রামনিকের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এই হ্যাকার চক্রটি ট্রাষ্ট ব্যাংক এর এক একাউন্টধারীর আই ব্যাংকিং একাউন্ট হ্যাক করে প্রায় ৬০ হাজার টাকা আত্মসাৎ করে। উক্ত ঘটনার পরেই র্যাব-১২ ব্যাংক হ্যাকিং ঘটনার অনুসন্ধান শুরু করে এবং দোষী ব্যাক্তিদের আটকের জোর প্রচেষ্টা চালায়। দীর্ঘদিন একাউন্টের সাথে সম্পৃক্ত তথ্যাবলি পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ১০ জুন রাতে ঘটিকায় নাটোরের গুরুদাসপুরে অভিযান পরিচালনা করে হ্যাকিং চক্রের রাজশাহী অঞ্চলের মূল হোতা মোঃ রাব্বী ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তাহার হেফাজত হতে হ্যাকিং এর কাজে ব্যবহৃত ৯টি মোবাইলসেট, ৭টি সিমকার্ড, ৬টি ডিভিডি, ১টি পাওয়ার ব্যাংক, ১টি কম্পিউটারের র্যাম ও ১টি মেমোরী কার্ড উদ্ধার করা হয়। পরবর্তিতে উদ্ধারকৃত মালামাল ও আসমীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।