নিজস্ব প্রতিবেদক:
অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা শীর্ষক ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। বৃহস্পতিবার দুপুরে জতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠক বাজেট ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত মন্ত্রীসভার ১০ জন সদস্য। এর মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্থানীয় সরকার বিভাগমন্ত্রী তাজুল ইসলম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান উপস্থিত ছিলেন।