নিজস্ব প্রতিবেদক:
কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে ঢাকা শহরকে পুরোপুরি লকডাউন করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে রিটটি দাখিল করেন আইনজীবী মনজিল মোরসেদ।
রোববার রিট আবেদনটির শুনানি হতে পারে জানিয়েছেন মনজিল মোরসেদ।
তিনি বলেন, রিটে লকডাউনের নির্দেশনা চাওয়ার পাশাপাশি কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত হাই ফ্লো নেজাল ক্যানোলা (এইচএফএনসি) এর যোগান, প্রাপ্যতা নিশ্চিত করার নির্দেশনাও চাওয়া হয়েছে।
এরিটের বাদী সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুল ইসলাম।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর সারা দেশে ২৬ মার্চ থেকে অফিস আদালত ও যানবাহন চলাচল বন্ধ রেখে শুরু হয় লকডাউনের বিধিনিষেধ। এরপর ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করে ৩১ মে থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বাদে প্রায় সবকিছুই সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে।
এদিকে রিট আবেদনে বলা হয়েছে, ঢাকা শহরকে সম্পূর্ণ লকডাউন করতে হবে। আর তা না হলে মৃত্যু মেনে নিতে হবে। এলাকাভিত্তিক লকডাউন কোনো সুফল বয়য়ে আনবে না। হলুদ জোন, লাল জোন মিলেমিশে আছে।