নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ পিন্টু মিয়া@ পিন্টু (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল কোম্পানী, র্যাব-১২’র একটি আভিযানিক দল। মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র্যাব-১২ কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শফিকুর রহমান।
আটককৃত মোঃ পিন্টু মিয়া@ পিন্টু হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার বড়শিমুল পঞ্চসোনা গ্রামের মৃত রুস্তম শেখ এর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সদর থানাধীন সয়দাবাদ পূর্নবাসন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাহার নিকট হইতে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা রুজু প্রক্রীয়াধীন রয়েছে।