নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও দুই ডাক্তারসহ ১৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৬ জনে। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির।
জেলায় আক্রান্তদের মধ্যে সদরে ২, চৌহালীতে ১২, শাহজাদপুরে ২ রয়েছেন।
হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার দুপুরে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের পলিমারেজ চেইন রি-অ্যাকশন (পিসিআর) ল্যাব থেকে ৯৪ জনের নমুনার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে ১৬ জনের করোনা পজিটিভ হলেও ৭৮ জনের নেগেটিভ ফলাফল আসে। জেলায় মোট করোনা আক্রান্ত ১৫৬ জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ জন এবং মারা গেছেন ২ জন।