শাহজাদপুর সংবাদদাতা :
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবিনা (১৩) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত সাবিনা কায়েমপুর পশ্চিমপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল হাই প্রামাণিকের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাবিনা দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিল। দরিদ্র পিতা অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় ক্ষোভে অভিমানে মঙ্গলবার (৯ জুন) সকাল ১০ টায় কিশোরী সাবিনা নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক জানান, কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।