নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জে ২৪ ঘন্টায় ১৮৮টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩২ জনই কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত। সোমবার সন্ধায় এতথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির।
আক্রান্তরা হলেন, শাহজাদপুর উপজেলায় ১৯, শাহজাদপুর ৩, কাজিপুর ৩, চৌহালী ৩, উল্লাপাড়া ২, সদর ১ ও কামারখন্দ ১ জন।
হুমায়ুন কবির জানান, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর সোমবার ১৮৮ জনের নমুনা রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩২ জনের পজেটিভ হলেও বাকি ১৫৬ জনের রিপোর্ট নেগেটিভ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪০ জনে।
তিনি আরও বলেন, জেলায় আক্রান্তদের মধ্যে ৩২জন পুলিশ সদস্য রয়েছে। এ পর্যন্ত তিন পুলিশ সদস্যসহ মোট ২৫ জন সুস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত ২ হাজার ৭৬১টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ২ হাজার ১২৩ টি নমুনা রিপোর্ট এসেছে।