Header Border

ঢাকা, শনিবার, ২৫শে নভেম্বর, ২০২৩ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৬.৯৬°সে
/

সিরাজগঞ্জে ‘প্রি-পেইড’ মিটার নিয়ে হয়রানী প্রতিবাদ করায় ‘নেসকোর গ্রাহককে’ মারপিট

নিজস্ব প্রতিবেদক:

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো)’র সিরাজগঞ্জ কার্যালয়ে বিদ্যুতের প্রি-পেইড মিটার সার্ভিস নিয়ে গ্রাহক হয়রানী এখনও কমেনি। সেই সাথে দালাল চক্রের দৌড়াত্বও এখনও বহাল তবিয়তেই রয়েছে। করোনা কালের শুরু থেকেই স্থানীয় নেসকোর প্রিপেইড মিটার ভেন্ডিং ষ্টেশনের বুথগুলো প্রায়ই বিকল হচ্ছে। নানা অযুহাতেই গ্রাহককে কৌশলে/প্যাচে ফেলে ডিজিট্যাল মিটার কিনতেও বাধ্য করা হচ্ছে। আবার ক্ষেত্র বিশেষে বিশেষ সুবিধা নিয়ে গ্রাহকের প্রিপেইড মিটার ডিরেক্ট করে বিদ্যুত ব্যবহারে সুযোগও দেয়া হচ্ছে। গত ক’মাস থেকে প্রিপেইড মিটার ইউনিটের নড়বড়ে ব্যবস্থার কারনে নেসকোর সিরাজগঞ্জ কার্যালয়ে গ্রাহক হয়রানীর মাত্রা অস্বাভাবিক হারে বেড়েছে।

এদিকে, গ্রাহক হয়রানীর প্রতিবাদ করায় সোমবার দুপুর পৌনে একটার দিকে গ্রাহক পৌর আওয়ামীলীগ নেতা শহরের জানপুর মহল্লার শাহিন আহম্মেদ ভোলাকে মারপীট করেছে নেসকোর দালাল চক্রের লোকজন। রোববার দুপুর সাড়ে ১২টার নেসকোর নির্বাহী/আবাসিক প্রকৌশলী গোবিন্দ্র চন্দ্র সাহার কক্ষে হয়রানীর বিষয়ে এক গ্রাহক অভিযোগ দিতে আসেন। খবর পেয়েই প্রিপেইড মিটার ভেন্ডিং ষ্টেশনের কথিত উপ-সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল নোমান তাৎক্ণনিক হন্তদন্ত হয়ে ছুটে আসেন। অসাধু সহকর্মীদের পক্ষে তিনি গ্রাহকের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কমকর্তার সামনে তিনি অভিযোগকারী গ্রাহকের সাথে অশোভন আচরন করেন। ওই কক্ষে অপেক্ষমান শহর আওয়ামীলীগ নেতা জানপুর মহল্লার শাহিন আহম্মেদ ভোলা বিষয়টি শুনে তীব্র প্রতিবাদ জানান। চলে যাবার সময় নেসকোর গেটের বাইরে তাকে কে বেধড়ক মারপীট ও ধারালো অস্ত্র দিয়ে গুরতর জখম করে নেসকোর ছো-পোষা দালালচক্রের লোকজন।

জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক বলেন, আমার সহোদর ভোলাকে প্রথমে শহরের আভিসিনা, পরে সিরাজগঞ্জ সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: শামিম আহম্মেদ ও আবাসিক মেডিকেল অফিসার ডা: ফরিদুল ইসলাম জানান, মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় ভোলাকে সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নেসকোর নির্বাহী ও আবাসিক প্রকৌশলী গোবিন্দ্র চন্দ্র সাহা জানান, অপিসরে ভিতরে কোন মারামারির ঘটনা ঘটেনি। যা ঘটেছে অফিসের বাহিরে।

সদর থানার ওসি হাফিজুর রহমান জানান, তাৎক্ষনিক পুলিশ পাঠানো হলেও কাউকে পাওয়া যায়নি। মামলা হলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। এদিকে, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও জেলা স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক ডাঃ জহুরুল হক রাজা এ ঘটনার নিন্দা জানান।

SHARE

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আপত্তিকর অবস্থায় উল্লাপাড়ার কাউন্সিলর আজাদ আটক, গণপিটুনীতে হাসপাতালে ভর্তি
সিরাজগঞ্জে ১৬ হাজার পিচ ইয়াবাসহ আটক ৪
সিরাজগঞ্জ-২ আসনে আ’লীগের মনোনয়ন উত্তোলন করলেন আল মাহমুদ সরকার তারেক
সিরাজগঞ্জে কলেজ অধ্যক্ষকে অপহরণের অভিযোগ
তাড়াশে শিক্ষার্থীদের জুতা দিয়ে পেটানোর অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে
সিরাজগঞ্জে ৪ হাজার পিচ ইয়াবাসহ আটক ২

আরও খবর

Android App