তাড়াশ সংবাদদাতা :
“মানুষ,মানুষের জন্যে” এমন মনোভাব নিয়ে করোনা যোদ্ধা সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল শেখ ব্যাক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করে দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে তাড়াশ সদর ইউনিয়নের (বর্তমান পৌরসভা) কোহিত গ্রামের একমাত্র প্রবেশপথ নিজ উদ্যোগে হেরিংবন্ড রাস্তা সংস্কার করে দিয়েছেন।
এ সময় কোহিত গ্রামের ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম বাচ্চু জানান, আমাদের চেয়ারম্যান মানবতার চেয়ারম্যান, তিনি রাত-দিন জনগনের পাশে রয়েছেন। তার সার্মথ্য অনুযায়ী চেয়ারম্যান ছুটে চলছেন জনগনের সুখে-দু:খে।
তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বলেন, এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে গিয়ে দেখিকোহিত গ্রামের প্রবেশ পথের রাস্তাটি ভেঙ্গে গিয়েছে। এতে লোকজনের যাতায়াতের খুব কষ্ট হ”্ছ।ে তাই নিজের ব্যাক্তিগত উদ্যোগে রাস্তাটি সংস্কার দিলাম। যেন লোকজনের চলাচলের যেন কোন কষ্ট না হয়।