নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে কামারখন্দে গাছের নিচে চাপা পড়ে গ্রামীন ব্যাংকের অফিস সহায়ক মো. শরিফ নামের ১জন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জামতৈল ও রায়দৌলতপুর ইউনিয়নের মাঝামাঝিতে এ দূর্ঘটনার ঘটে।
নিহত ব্যক্তি হলেন গ্রামীণ ব্যাংক রায়দৌলতপুর শাখার অফিস সহায়ক মোঃ শরীফ খান।
প্রত্যক্ষদর্শী মোস্তাহার হোসেন জানান, সন্ধ্যার দিকে জামতৈল বাজার থেকে চৌবাড়ীর দিকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি জামতৈল কৃষি কলেজের সামনে পৌছলে একটি গাছ বাতাসে উপরে সিএনজির উপরে পরে। সিএনজির পিছনে বসা দুজন মহিলা যাত্রী দৌড়ে নামতে পারলেও ড্রাইভারসহ অন্য যাত্রীরা গাছের নিচে চাপা পড়ে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।
২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ ফয়সাল আহমেদ নিহতের বিষয় নিশ্চিত করে জানান, আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।