কাজিপুর সংবাদদাতা
বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনা করে পৌর মসজিদে এক মিলাদ ও আলোচনা সভার আয়োজন করে ‘কাজিপুর উপজেলা সদর প্রতিবন্ধী বিদ্যালয়’র’ প্রতিষ্ঠাতা সাবেক মেয়র জিএম তালুকদার।
শুক্রবার (৫ জুন) বাদ জুমা এ উপলক্ষে ফাতেহা শরিফ পাঠ করা হয়। এরপর মোহাম্মদ নাসিমের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আব্দুল মোত্তালিব।
উল্লেখ্য মোহাম্মদ নাসিম করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালায়িস্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি স্ট্রোক করেন। শুক্রবার সকালে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছেন।