নিজস্ব প্রতিবেদক :
ফের আমদানি-রফতানি শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে। সোনামসজিদ ও মহদীপুর স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন এবং উভয় দেশের জেলা প্রশাসনের আলাপ-আলোচনার পর বৃহস্পতিবার সকাল থেকে কর্মচাঞ্চল্য ফিরেছে স্থলবন্দরে।
সোনামসজিদ আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক তোফিকুর রহমান বাবু জানান, করোনার কারণে দীর্ঘ দুই মাস ১০ দিন (৭০ দিন) বন্ধ থাকার পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে উভয় দেশের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভারতের মহদীপুর স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চলবে। বন্দর থেকে পণ্যভর্তি ট্রাক প্রবেশের সময় উভয় দেশের স্বাস্থ্য বিভাগ চালক ও হেলপারদের স্ক্যানিং করার পর পানামা ইয়াডের ভেতরে পণ্যভর্তি ট্রাক প্রবেশ করবে।
গত বুধবার সকালে জেলা প্রশাসক এজেডএম নুরুল হক, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শিমুল আক্তার, শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ, সোনামসজিদ কাস্টমসের সহকারী কমিশনার সাইফুর রহমান ও আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক তোফিকুর রহমান বাবু, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ, পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ডেপটি ম্যানেজার মাঈনুল ইসলাম আলোচনায় উপস্থিত ছিলেন।
প্রশাসনিক কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার (৪ জুন) থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুয় হয় সকাল সাড়ে ১০টায় বলে কাস্টমসের সহকারী কমিশনার সাইফুর রহমান জানান।
উল্লেখ্য, গত ২৫ মার্চ থেকে করোনাভাইরাসের কারণে উভয় দেশের স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।‡