সলঙ্গা সংবাদদাতা
সিরাজগঞ্জের সলঙ্গায় গাছের ডাল কাটা কে কেন্দ্র করে দুই পরিবারের মাঝে সংঘর্ষ, তিনটি বাড়ি ভাংচুর এঘটানায় উভয় পক্ষে ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২ জুন) সন্ধ্যায় সলঙ্গা থানার বাসুদেবকোল উত্তরপাড়া গ্রামে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আলাউদ্দিন প্রামানিক একই গ্রামের মৃত ছাকের আলী প্রামানিকের ছেলে আলতাব হোসেন প্রামানিক, ওসমান গনি,ওসমান গনির ছেলে রাশিদুল ইসলামসহ কয়েকে জনের বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, গত বুধবার (২ জুন) সন্ধ্যায় আলাউদ্দিন তার বাড়ির সিমানায় ধান সুকানোর জন্য গাছের একটা ডাল কাটে। পরে আলতাব হোসেন প্রামানিক গং তাদের উপর হামলা করে । এক পর্যায়ে আলাউদ্দিন ও তার পরিবারের লোকজন সহ মোট ৩ জন উপুর্যুপুরি হামলায়’গুরুতর ভাবে আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনার পর থেকে আলতাব হোসেন গংরা আলাউদ্দিন ও তার পরিবারের লোকদের বাড়ীতে প্রবেশে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন আলাউদ্দিন।
অভিযুক্ত ওসমান গনি ও তার ছেলে রাশিদুল ইসলাম বাড়ীতে গেলে তারা এ ব্যাপারে কোন কথা না বলে সংবাদ কর্মীদের উপর চড়াও হয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন । এবং বলে আমরা সাংবাদিকদের ডাকি নাই তাই আপনাদের সাথে কথা বলতে আমারা ইচ্ছুক না।
সলঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ হুমায়ন কবির জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।